26 C
Dhaka
Saturday, November 23, 2024

আমি কি, আমি কে এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে: ফারুকী

প্রথম দিন অফিস করেছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) ফারুকী নিজের কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে এদিন প্রাক আলোচনা করেন মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে সংস্কৃতিতে আগামি দিনের পরিকল্পনা ঠিক করার কথাও বলেন ফারুকী।

উপদেষ্টার স্বাগত বক্তব্যের পর বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন উপস্থিত সংবাদকর্মীরা। এরমধ্যে একজন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের করা একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে ফারুকী শুরুতে মেজর হাফিজের প্রশংসা করেন বলেন, “হাফিজ সাহেবকে আমি শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রোপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন। এছাড়া আর কিছুই না। আমি কে, আমি কী- এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত দশ বছর সোশাল মিডিয়ায় কী করেছি, সেটা দেখতে হবে।”

সংস্কৃতি উপদেষ্টা হওয়ার পর অনেকেই ‘ফ্যাস্টিস্টের দোসর’ বলছেন, এ বিষয়েও নিজের অবস্থান পরিস্কার করেন ফারুকী। বলেন, ‘ফ্যাস্টিস্টের দোসর’ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে! কিন্তু আমি এমনই দোসর যে, ২০১৫ সালে একটা লেখা লিখেছিলাম ‘কিন্তু এবং যদির খোঁজে’। ওই লেখার চার-পাঁচ দিনের মধ্যে তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেলস (সিআইসি) আমার সব ট্যাক্সের ফাইল তলব করেছে তা না, আমাকে ও তিশাকে হাজির হতে হয়েছে তদন্ত করার জন্য। এখন এটা বলতে পারেন, এতোদিন কেন এটা আমি বলি নাই। কারণ আমার প্রয়োজন নাই সেম্পেথি নেয়ার।

“কথা বলার জন্য, লেখার কারণে অতীতে কেউ কেউ আমাকে কখনও জামায়াত-শিবির ট্যাগ দিয়েছে। কেউ আওয়ামী লীগ বানিয়েছে, কখনও বা অন্য দলের হিসেবে ট্যাগ দিয়েছে। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাবো। শিল্পীর কোনো দল নেই।”

সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেয়া প্রসঙ্গে ফারুকী বলেন,“আমি ফ্যাস্টিস্ট বিরোধীতা করেছি বিবেকের কারণে। নিশ্চয় এই পদের জন্য না। এবং আপনি নিশ্চয় বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসেবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি, এন্ড আই অ্যাম হ্যাপি উইথ দ্যাট।”

সূত্র : চ্যানেল আই

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ