আপনার কাছে ৫০ টাকার নোট রয়েছে? তাহলেই হবে, ৫০ টাকার নোটের বদলে আপনি হতে পারেন লাখপতি। শুধু ৫০ টাকার নোটই নয়, ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ এবং ২০০০ টাকার নোট থাকলেও আপনি মুহূর্তেই আয় করুন কয়েক লক্ষ টাকা। শুধু আপনার কাছে থাকা নোটে কিছু বিশেষত্ব থাকতে হবে।
যেমন, আপনার কাছে থাকা নোটে অবশ্যই ৭৮৬ সংখ্যাটি থাকতে হবে। নোটে সংখ্যা থাকলেই তা বিকোবে ৭ লক্ষ টাকায়।
একটাই মাণদণ্ড নয়। আপনার কাছে থাকা নোটের আরও বেশ কয়েকটি বৈশিষ্ট থাকলেও তার বিনিময়ে আপনি বড়লোক হতে পারবেন। যেমন, নোটের সামনের দিকে যদি মহাত্মা গান্ধীর মুখ, ও উল্টোদিকে লাঠি হাতে গান্ধীজির ছবি থাকে তাহলেও সেই নোটের দর প্রচুর। ওইসব নোট দিয়ে কেউ বহু লক্ষ আয় করতে পারবে।
বাজারে চালু বেষ কয়েকটি ওয়েবসাইটে এই ধরনের অফার চলছে। যদি কোনও ব্যক্তির কাছে বিশেষ বৈশিষ্ট সম্পর্কিত তিনটি নোট থাকে এবং সেগুলির একটিতে ৭৮৬ নম্বর রয়েছে, বাকি দু’টিতে গান্ধীর দু’ধরনের ছবি দেখা যাচ্ছে- তাহলেই কেল্লাফতে। এক একটি নোটের জন্য মিলবে ৭ লাখ করে। অর্থাৎ তিনটি নোটের জন্য কেউ ২১ লক্ষ পেতেই পারেন।
তবে, এই ধরনের নোটের বিনিময়ে অর্থ রোজগারের আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি নিয়ে খোঁজখবর প্রয়োজন। না হলে বড় বিপদের ঝুঁকি থেকে যায়। অনলাইন লেনদেনে সব হারানোর আশঙ্কা থাকে। জেনে রাখা ভালো যে, আরবিআই এই ধরনের বিষয়কে অনুমোদন করে না।