‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা হাসনাত। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘তারা সব জায়গায় প্রচারণা চালাচ্ছে, আগেই ভালো ছিল।
এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা।
এসময় হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ব্যবহার করে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। তারা প্রচারণা চালাচ্ছে যে আগেই সব ঠিক ছিল, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ হাসনাত আরও বলেন, ‘আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার।’
এদিকে, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের জন্য যে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিল, তা এখনও তারা হাতে পাননি। তারা বলেন, ‘আমাদের অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। আমরা চিকিৎসা ও পুনর্বাসনসহ অন্যান্য সহায়তা পেতে চাই।’
সকাল থেকেই হাসপাতালের শয্যা ছেড়ে বিক্ষোভে অংশ নেন বহু আহত ব্যক্তি। তারা সরকারের পক্ষ থেকে সঠিক সহায়তা না পাওয়ার কথা তুলে ধরে, তাদের দুর্দশার কথা জানান। আন্দোলনকারীদের দাবি, যতদিন তাদের দাবি পূরণ না হবে, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে চার উপদেষ্টার আশ্বাসের পর মধ্য রাতে আন্দোলন প্রত্যাহার করেন তারা।