28 C
Dhaka
Wednesday, November 27, 2024

আগামীকাল যৌথ বাহিনীর অপারেশন শুরু, ধরা হবে মাদকের গডফাদারদেরও

আগামীকাল রাত ১২ টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর৷ একইসাথে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন তিনি৷

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা বলেন, আজকের সভাটি ছিলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা৷ এ সভায় আমরা প্রধানত দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে৷ কিভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে৷ এ ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব৷

জাহাঙ্গীর আলম বলেন, আজই সকল বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন৷ আগামীকাল রাত ১২ টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে৷ হাতিয়ার কালেকশনের জন্য৷ আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি ; আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি৷

উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা৷ এই মাদক আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ মাদক নিয়ন্ত্রণ আমাদেএ জন্য খুবই জরুরি৷ এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি৷ মাদকের গড ফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি৷

তিনি বলেন, আসন্ন দুর্তাপূজা নিয়ে আমাদের আলোচনা হয়েছে৷ পূজাঁ যেন ঠিকভাবে হতে পারে সে বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি৷ আমরা আশা করছি পূজাঁটা খুব ভালোভাবে শেষ হবে৷ কোথাও কোন সমস্যা হবেনা৷

তিনি বলেন, মিয়ানমারের সিমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিতে আলোচনা হয়েছে৷ আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন৷

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ