33 C
Dhaka
Monday, March 17, 2025

‘অসৎ মানুষ ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে’

অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে, বলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, দুর্নীতি যে খারাপ, সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেয়া হয়েছে। কারণ, অর্থ থাকাটাই এখন গর্বের বিষয়। একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন চারশ’ কোটি টাকার মালিক হয়েছে।

অথচ, বিচার কখনও তাদের হয়নি, উল্টো বিচার করেছে বেগম খালেদা জিয়ার। যার পুরো পরিবার চোর তিনি বেগম জিয়াকে বলতেন, এতিমের টাকা মেরে দিয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রমাণ করা উচিত, যে তারা ভালো সময় পেলে কাজ করতে পারে। যারা দুর্নীতিবাজ, চোর তারা কিভাবে ধর্ম পালন করে সেটা প্রশ্নের বিষয় বলে মত তার।

নিজের জায়গা থেকে ভালো কাজ করতে সবার প্রতিও আহ্বান জানান তিনি। এ সরকার থাকবে না, রাজনৈতিক সরকার আসবে। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ