26 C
Dhaka
Thursday, March 13, 2025

অবাঞ্চিত শিক্ষক ড. ইকবালকে ক্যাম্পাস ছাড়া করলো শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তার নিজ বিভাগের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণ করায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় ড. ইকবালকে অবরুদ্ধ করে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। পরবর্তীতে তোপের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ঐ অধ্যাপক । ১৭ সেপ্টেম্বর বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের গ্যালারির সামনে এ ঘটনা ঘটে ।

শিক্ষার্থী সাদেকা শাহানি উর্মি বলেন, ‘ উপাচার্য যেদিন পদত্যাগ করে তখন ড. ইকবাল কবির জাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাকে বলা হয় তিনি যেন আর ক্যাম্পাসে প্রবেশ না করেন। তারপরেও তিনি অবাধে চলাফেরা করছিলেন।

তাকে প্রশাসনের মাধ্যমে আমরা একটি চিঠিও দিয়েছি। তারপরও আজকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রোগ্রামে তাকে দেখে শিক্ষার্থীরা আর সহ্য করতে পারেনি। পরবর্তীতে অবাঞ্ছিত ঘোষণার পরিপ্রেক্ষিতে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।’

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জি. আমজাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও নীল দলের সভাপতি ড. ইকবাল কবির জাহিদকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি দিয়ে মেইন গেইট পর্যন্ত পৌঁছে দিয়েছি। তার সম্মতিতেই তাকে এগিয়ে দিয়ে আসি।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ